মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম গনহত্যা বন্ধের দাবীতে জয়পুরহাটে মানববন্ধন।
ব্যুারো প্রধান:জয়পুরহাট:-মিয়ানমারের আরাকান রাজ্যে মুসলিম গনহত্যা, ধর্ষন বন্ধ ও সুচির বিচার দাবিতে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে বিভিন্ন বেসরকারী সেচ্ছাসেবী সংগঠন।
আজ ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার প্রধান সড়কে বন্ধু সামাজিক সংগঠনের আয়োজনে সকাল ১০ টা থেকে এক ঘন্টা ব্যাপি মিয়ানমারের আরাকান রাজ্যে মুসলিম গনহত্যা, মুসলিম নারী ধর্ষন বন্ধ ও অং সাং সুচির বিচারের দাবীতে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।
এতে বন্ধু সামাজিক সংগঠনের সকল সদস্য সহ পাঁচবিবির অন্যান বেসরকারী সামাজিক সংগঠন,উপজেলা চেয়ারম্যান,সাধারন জনগন,বিভিন্ন স্কুল,কলেজ ও মাদ্রাসার ছাত্র/ছাত্রী অংশ গ্রহন করে।
বিক্ষোভ সমাবেশে পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান তার সংক্ষিপ্ত বক্ত্যবে বলেন-আজ আরাকান রাজ্যে যেভাবে মুসলিম ভাইদের হত্যা ও মা/বোনদের ধর্ষন করা হচ্ছে তা মানবাধিকারের চরম লংঘন। এখনই এ গনহত্যা, ধর্ষন,ঘরবাড়িতে আগুন দেওয়া সহ সকল মানবাধিকার লংঘন বন্ধ না করলে এর পরিনতি হবে খুব খারাপ। অং সাং সুচি একজন শান্তিতে নোবেল বিজয়ী নেত্রী,অথচ তার দেশেই অশান্তি সৃষ্টি করছেন তিনি-শান্তিতে নোবেল পুরষ্কার তার বাতিল করা উচিৎ বলে মনে করেন উপজেলা চেয়ারম্যান।
সভায় অন্যান বক্তাদের মুল বক্তব্য ছিল-মিয়ানমার সহ গোটা বিশ্বে মানব হত্যা বন্ধ ও মানবাধিকার অধিকার নিশ্চিত করনে জাতি সংঘের নিরাপত্তা পরিষদের কঠোর হস্ত্যক্ষেপ।